আমার বলার কিছু ছিল না
না গো আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না গো আমার বলার কিছু ছিল না
BDSS
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
স্মৃতি টাই গেলে তুমি ফেলে..
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
না গো আমার বলার কিছু ছিল না
দু’হাতে তোমার ওগো
এতকিছু ধরে গেল
ধরলো না শুধু এই স্মৃতি টা
রয়ে গেল শেষ দিন
রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা
...
কোথা থেকে কখন যে কি হয়ে গেল
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল
সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো
তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে...
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না গো আমার বলার কিছু ছিল না