menu-iconlogo
huatong
huatong
avatar

কোথায় তুমি আজ হারালে

Hasan arkhuatong
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
লিরিক্স
রেকর্ডিং
পারিনি ধরে রাখতে তোমায়

হৃদয়ের ভালোবাসা দিয়ে ও

পারিনি বেঁধে রাখতে তোমায়

এ আমার সীমাহীন বাঁধনে ও।

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেধনারি জলধাঁরায়..

নীরবতায়...

কোথায় তুমি আজ,হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়...

নিল রং সে ব্যথায়

এখনো ক্রমশয় করে হ্ময়

এজীবন অকারন

সবটাই বৃথা যে মনে হয়।

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেদনারি জলোধাঁরায়..

নিরবতায়....

কোথায় তুমি আজ,হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়...

তবুও স্বপ্ন অপরূপ এ মনে উঁকি দেয়

এজীবনে না পেলেও

ওপারের জীবনে পাব তোমায়।

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেধনারি জলধাঁরায়..

নীরবতায়...

কোথায় তুমি আজ,হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়...

পারিনি ধরে রাখতে তোমায়

হৃদয়ের ভালোবাসা দিয়ে ও

পারিনি বেঁধে রাখতে তোমায়

এ আমার সীমাহীন বাঁধনে ও।

যে স্মৃতি দিয়ে গেছো উপহার

সে এক বেদনার জলধাঁরায়

বেধনারি জলধাঁরায়..

নীরবতায়...

কোথায় তুমি আজ,হারালে কোথায়

তুমি আজ হারালে কোথায়...

Hasan ark থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে