TRACK BY
Song : Jodi Thakte Tumi
Vocal, Lyrics Tune : Hasan S. Iqbal
Music: Soundhacker
Cinematography : Rayhan Khan
Edit : Rayhan Khan
Mi Master : Sharif Sumon Ghuddy
1st Part
2nd Part
Both Part
যদি থাকতে তুমি
বাঁচতে আমার
লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার
দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
সামনে তোমার
এনে দিতাম সব
যা যা চাইতে তুমি,
তুমি বলার আগে
বুঝতাম আমি
যখন মন খারাপ
করে থাকতে তুমি।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া
বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার
লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার
দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
FOR REQUESTING MORE SONG
PLS CONTACT WITH ME
FAHIM
FOLLOW BY
আমার চোখে ভাসে
শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর।
আমার চোখে ভাসে
শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর,
তোমায় মনে পড়লে
করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া
বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার
লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার
দিনগুলো রঙিন,
যদি থাকতে তুমি।।
FOR REQUESTING MORE SONG
PLS CONTACT WITH ME
FAHIM
FOLLOW BY
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে,
এখনো এই আশায় থাকি রোজ।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া
বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার
লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার
দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
THANK YOU
Don’t Forget to follow me