menu-iconlogo
huatong
huatong
avatar

Vule Gechi

Hasanhuatong
লিরিক্স
রেকর্ডিং
ভুলে গেছি কবে এক জোছনা রাতে

আধো আলোতে আর আঁধারে

মন ময়ূরী সাজে উপচে পড়া ভাবে

বাহু জুগলে হারিয়ে গেলে

যা ছিল আড়ালে পরিচয়

বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে

যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে

স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একই ঠিকানা

যেখানে সীমানা

তুমি আমি তেমনি

এক হয়ে মিশে যাই

আজও মনে পড়ে, একলা বসে ঘরে

মিছে আলাপন আর বৃষ্টিক্ষণ

স্পর্শ কাতরতা, ভাঙল অসাড়তা

জোড়া অধরে তুমি জুড়ে গেলে

যা ছিল আড়ালে পরিচয়

বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে

যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে

স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একই ঠিকানা

যেখানে সীমানা

তুমি আমি তেমনি

এক হয়ে মিশে যাই

দিন গুলো হারিয়ে যায়

বহমান স্রোতের ধারায়

মন, মন তো আজও পড়ে আছে

তোমাকে পাবার আশায়

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে

স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একই ঠিকানা

যেখানে সীমানা

তুমি আমি তেমনি

এক হয়ে মিশে যাই

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে

স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একই ঠিকানা

যেখানে সীমানা

তুমি আমি তেমনি

এক হয়ে মিশে যাই

Hasan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে