menu-iconlogo
huatong
huatong
helal--cover-image

আমার কি সুখে যায় দিন রজনী

Helalhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না...

ও আমার প্রাণ বন্ধুয়ার তুলনা নাই

বলিরে তোরে...

দেশ বিদেশে থাকো কোকিল,

চিনোনি তারে

সে আমার হৃদয়েরই ধন ...

সে ছাড়া অসহায় হইয়া

জুড়ে দু নয়ন

কোকিল জারে চাহে মন

একা একা, একা একা থাকা আমার ভালো লাগেনা

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না।

আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না

কি সুখে যায় দিন রজনী কেউ জানে না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল

সপ্ত সাগরের জ্বলেও হবেনা শীতল

বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল

সপ্ত সাগরের জ্বলেও হবেনা শীতল

ওই যে বসন্ত ফাগুন কোকিলের কুহু সুরে

বুকে ধরে ঘুন

বন্ধু হইলো নিদারুন

আসিবে বলিয়া গেলো ফিরে এলো না

আসিবে বলিয়া গেলো ফিরে এলো না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

আ... আ... আ... আ... আ...

মনের মানুষ বিনে আমি ক্যামনে রই একা

ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা

মনের মানুষ বিনে আমি ক্যামনে রই একা

ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা

কোকিল আমার উপায় বল...

প্রাণ বন্ধুয়ার খবর জানলে

আমায় নিয়া চল

আমি যার নামের পাগল

আমীরউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা

আমীরউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না

কি সুখে যায় দিন রজনী কেউ জানে না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

Thanks

Helal থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে