হারিয়ে গেলে হৃদয় গভীরে
স্মৃতিমালার গোপনে
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা
হারিয়ে গেলে হৃদয় গভীর
স্মৃতিমালার গোপনে
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা
মিলনমালার স্মৃতি
ভালোবাসার গীতি
সোনালি অক্ষরে থাকবে
ও, মিলনমালার স্মৃতি
ভালবাসার গীতি
সোনালি অক্ষরে থাকবে
সেই সোনালি স্মৃতিগুলো মুছেনি
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা
প্রেমের আবির মেখে
স্মৃতিমাখা চোখে চেয়ে
মন বলে তুমি থাকবে
ও, প্রেমের আবির মেখে
স্মৃতিমাখা চোখে চেয়ে
মন বলে তুমি থাকবে
সেই প্রেমেরই আবিরগুলো ঝরেনি
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা
হারিয়ে গেলে হৃদয় গভীরে
স্মৃতিমালার গোপনে
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা
হারিয়ে গেলে হৃদয় গভীর
স্মৃতিমালার গোপনে
বোঝো না তুমি
ছলনা করিনি আমি
ভুলিনি সে কথা
কেটেছে যে ব্যথা