menu-iconlogo
huatong
huatong
avatar

Epitaph by sumon

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
লিরিক্স
রেকর্ডিং
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে

হাটছি আমি মেঠো পথে

মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি

বহুদিন তোমায় দেখি না যে

তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়

পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…

বহুদূর……

সাদাকালো এ জীবনের মাঝে

রঙ্গীন ছিলে তুমি শুধু

তোমায় নিয়ে লেখা কত কবিতায়

দিয়েছিলাম কত সুর

আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,

ভোরের আলো ফুটবে কখন

ভেবেছি কত রাত

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…

বহুদূর……

Himadri থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Himadri-এর Epitaph by sumon - লিরিক্স এবং কভার