হৃদয় সেঞ্চুরি ফ্যামিলির পক্ষ থেকে
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
থাকতে যদি তুই-রোজ আমার আকাশে
দেখতি এমন কতটা-তোকে ভালবাসে
তোর দেয়া এই কষ্ট গুলো ভোলা যাবে না
আর কখনো মনটা কারো নিযের হবে না
থাকতে যদি তুই- রোজ আমার আকাশে
দেখতি এমন কতটা-তোকে ভালবাসে
তোর দেয় এই কষ্টগুলো ভোলা যাবে না
আর কখনো মনটা কারো নিজের হবে না
আসবো যখন একলা রাতে-কখনো তোর মনে
তোরে দোষেতে কাঁদবি তুই-নিজের ই গোপনে
আমার কাদাস না আর কাঁদিস নারে তুই ....?
তোর স্মৃতি ছাড়া নেইরে আর কিছুই
আমায় কাদাস না আর কাঁদাস না রে তুই,,,,
তোর স্মৃতি ছাড়া নাইরে আর কিছুই
প্রিয়া ,,,,,ওরে প্রিয়া,,,,,,,
প্রিয়া,,,,,,,ওরে প্রিয়া ,,,,,,,,
প্রিয়া,,,,,,,ওরে প্রিয়া,,,,,,
প্রিয়া ,,,,ওরে প্রিয়া .......
ভাংলি কেন বুক- তুই দিলি না রে সুখ
আর তবে কি পারবো নারে-দেখতে তোর এই মুখ
নতুন করে রোজ-কেন আমায় হাসাইলি
হায়রে জীবন ভালোবাসা-কেন শিখাইলি
কোন অজানা ঝরে-আমি সব হারিয়ে আছি
সে বোঝেনা মন যারে বড় ভালোবাসি
আমায় কাঁদিস না আর-কাঁদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নাইরে আর কিছুই
আমায় কাদাস না আর কাদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নাইরে আর কিছুই
পিয়া,,,,,ও ও রে প্রিয়া,,,,,,
পিয়া.....ওরে পিয়া ,,,,,,
পিয়া .......ওরে পিয়া,,,,,
পিয়......ওরে পিয়া,,,,,