menu-iconlogo
huatong
huatong
hs--cover-image

চাদনী পশরে কে

hshuatong
🔹⃟🔶𝐒𝐔𝐉𝐀𝐍🔶⃟🔹𝐇✺𝐒🔹huatong
লিরিক্স
রেকর্ডিং

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে..

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

বাহিরে চান্দের আলো

ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের

সকল দুয়ার

বাহিরে চান্দের আলো

ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের

সকল দুয়ার

তবু কেন সে আমার

ঘরে আসে না

সে আমারে চিনে কিন্তু

আমি চিনি না..

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

সে আমারে ঠারে ঠারে

ঈশারায় কয়

এই চান্দের রাইতে তোমার

হইছে গো সময়

সে আমারে ঠারে ঠারে

ঈশারায় কয়

এই চান্দের রাইতে তোমার

হইছে গো সময়

ঘর ছাড়িয়া বাহির হও

ধরো আমার হাত

তোমার জন্য আনছি গো আইজ

চান্দেরও দাওয়াত..

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে..

চাঁদনী পশরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাঁড়াইছে গো

আমার দুয়ারে

hs থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে