menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
রঙিন ক্ষত জ্বলে অন্তরীণ

মায়া মলিন আলো-ছায়ায়

সময় যায়, সময় যায়, সময় যায়

বিবশ তারাগুলি অন্যমন

সব অনুসরণ দিশা হারায়

সময় যায়, সময় যায়, সময় যায়

কুহক ভেসে আসে ব্যর্থতার ঘন অন্ধকার

ঘন অন্ধকার স্মৃতির গায়ে

সময় যায়, সময় যায়, সময় যায়

তোমাকে ছুঁয়ে থাকে অন্যজন

যেন অন্য কোন ভালো থাকায়

সময় যায়, সময় যায়, সময় যায়

রঙিন ক্ষত জ্বলে অন্তরীণ

মায়া মলিন আলো-ছায়ায়

সময় যায়, সময় যায়, সময় যায়

সময় যায়, সময় যায়, সময় যায়

Ikkshita Mukherjee/Ritam Sen থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে