menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আমি আবার ক্লান্ত পথচারী

এই কাঁটার মুকুট লাগে ভারী

গেছে জীবন দু′দিকে দু'জনারই

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব

আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি

অনেক নিচে জল

সেখানে একফালি চাঁদ ভাসছে

করছে টলমল

তাকে বাঁচাবো বলে জলে নেমেও

বাঁচাতে পারি না

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব

আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি

কী এসেছি ফেলে?

বরফে ঢেকেছে শয্যা আমার

কখন অবহেলে

কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া

বুঝতে পারি না

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব

আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব

আমি আবার ক্লান্ত পথচারী

এই কাঁটার মুকুট লাগে ভারী

গেছে জীবন দু′দিকে দু'জনারই

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব

আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব

Iman Chakraborty থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে