menu-iconlogo
huatong
huatong
avatar

Borsha Chokh তোর বরষা চোখে ঝরতে দেব

Imran Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
তোর বরষা চোখে

ঝরতে দেব না বৃষ্টি

তুই জাগবি সারা রাত

আমি আসব হঠাত

তোর বরষা চোখে

ঝরতে দেব না বৃষ্টি

তুই জাগবি সারা রাত

আমি আসব হঠাত

তোর শুকনো ঠোঁটে

ফোটাব প্রেমের হাঁসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

তোর বুকের গভীরে ...

দেব আজ আলতো ছোঁয়া

ভালোবাসবি

জনম ভর

হৃদয়ে অনেক মায়া

তোর শুকনো ঠোঁটে ফোটাব

প্রেমের হাঁসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

ভুলে যাস না আমায়

তুই ছাড়া বাচিঁ না

ও যতনে

রাখবো তোকে

ফুলেরও বিছানায়

তোর শুকনো ঠোঁটে ফোটাব

প্রেমের হাঁসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে বড়

বেশি ভালোবাসি

Imran Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে