menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি দূরে দূরে আর থেকো না

এ চোখে চেয়ে দেখো না

তুমি ভালবেসে আমাকে

ওই হৃদয়ে বেধে রাখো না,

তুমি দূরে দূরে আর থেকো না

আজ তোমায় আমি এনে দেবো জোছনা

তুমি কাছে এসে আমার পাশে বসো না!

আজ তোমায় আমি এনে দেবো জোছনা

তুমি কাছে এসে আমার পাশে বসো না!

প্রেমের দরজা খুলো না,

ভালবাসি বলো না।

তুমি দূরে দূরে আর থেকো না।

এ চোখে চেয়ে দেখো না

তোমার প্রেমে আমি প্রজাপতি হবো

ফুলে ফুলে উড়ে ভালবাসার কথা কবো,

তোমার প্রেমে আমি প্রজাপতি হবো

ফুলে ফুলে উড়ে ভালবাসার কথা কবো।

তুমি আমায় কাছে ডাক না

প্রেমের সুরভী মাখো না।

তুমি দূরে দূরে আর থেকো না

Imran Mahmudul/PUJA থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে