menu-iconlogo
huatong
huatong
ishan-mitrasavvy-bodhua---from-17th-september-cover-image

Bodhua - From "17th September"

Ishan Mitra/Savvyhuatong
লিরিক্স
রেকর্ডিং
কে জানে আজ কি সুখে

তাকিয়ে তোর দু'চোখে,

কে জানে আজ কি সুখে

তাকিয়ে তোর দু'চোখে,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

আকাশে ওড়া ওই চুলে,

মেখেছি ঢেউ মন খুলে,

আকাশে ওড়া ওই চুলে,

মেখেছি ঢেউ মন খুলে,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

যেই তোর হাত ধরে,

যাই ভাবি খুব দূরে

সেই মন মাঝি বৈঠা হারায়,

তাও তোর চোখ জানে,

নাও তার সন্ধানে

ভয় হারালো জোয়ার ভাটায়।

ভয় হারালো সব অচেনায়,

মন হারালো তোর ইশারায়.

আকাশে ওড়া ওই চুলে,

মেখেছি ঢেউ মন খুলে,

আকাশে ওড়া ওই চুলে,

মেখেছি ঢেউ মন খুলে,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া,

বুঝে গেছি কাকে সাগর বলে বধূয়া।

Ishan Mitra/Savvy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে