menu-iconlogo
huatong
huatong
avatar

আসবার কালে আসলাম একা

Jameshuatong
লিরিক্স
রেকর্ডিং
আসবার কালে আসলাম একা

জেমস

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই...

INTERLOUDE

সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি

তাহার হুকুম না মানিলে

সব কিছুই তো হয় মাটি

সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি

তাহার হুকুম না মানিলে

সব কিছুই তো হয় মাটি

মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই..

INTERLOUDE

দিন ভিখারি আমি একজন আসায় তার থাকি

দেয়না দেখা কয়না কথা শুভঙ্করের ফাঁকি

দিন ভিখারি আমি একজন আসায় তার থাকি

দেয়না দেখা কয়না কথা শুভঙ্করের ফাঁকি

মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই..

INTERLOUDE

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি চক্খু মেইলা কি দেখলা

মন বলে দুনিয়াদারী ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই..

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই..

James থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে