menu-iconlogo
huatong
huatong
james-taray-taray-cover-image

Taray Taray

Jameshuatong
লিরিক্স
রেকর্ডিং
সুন্দরীতমা আমার

তুমি নীলিমার দিকে তাকিয়ে

বলতে পারো

এই আকাশ আমার

সুন্দরীতমা আমার

তুমি নীলিমার দিকে তাকিয়ে

বলতে পারো

এই আকাশ আমার

নীলাকাশ রবে নিরুত্তর

মানুষ আমি চেয়ে দেখ

নীলাকাশ রবে নিরুত্তর

যদি তুমি বল আমি

একান্ত তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়

ভালোবেসে যতখুশি

বলতে পারো

এই ফুল আমার

ক্যামেলিয়া হাতে এই সন্ধায়

ভালোবেসে যতখুশি

বলতে পারো

এই ফুল আমার

ফুল শুধু ছড়াবে সৌরভ

লজ্জায় বলবে না কিছুই

ফুল শুধু ছড়াবে সৌরভ

লজ্জায় বলবে না কিছুই

ফুল থাকবে নীরব

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

জোছনা লুটালেই

তুমি অধিকার নিয়ে

বলতে পারো

এই জোছনা আমার

জোছনা লুটালেই

তুমি অধিকার নিয়ে

বলতে পারো

এই জোছনা আমার

এই চাঁদ খুজবে না উত্তর

একবার যদি বল

এই চাঁদ খুজবে না উত্তর

একবার যদি বল আমাকে

আমি থাকবো না নির্বাক

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

তুমি আমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

আমি তোমার

James থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে