গানের পাখি ফ্যামিলি প্রেজেন্টস
পার্টি সং"তুমি বিহনে"
ছায়াছবিঃ টাকার চেয়ে প্রেম বড়
শিল্পীঃ রুনা লায়লা ও সায়মন
কথাঃ কবির বকুল
সংগীতঃ শওকত আলী ইমন
পরিচালকঃ শাহাদাত হোসেন লিটন
১ম পার্ট মেয়ে,২য় পার্ট ছেলে
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
গানের পাখি ফ্যামিলি
==============
F=বন্ধু তোমার ও লাগি সকাল বিকাল
অন্তর আমার পোড়ে
বন্ধু তোমার ও লাগি মনটা আমার
ঘুড্ডি হইয়া উড়ে
তুমি বিহনে,বাঁচি কেমনে
ও তুমি বিহনে....
বাঁচি কেমনে
M=ও বন্ধু তোমার ও লাগি সকাল বিকাল
অন্তর আমার পোড়ে
ও বন্ধু তোমার ও লাগি মনটা আমার
ঘুড্ডি হইয়া উড়ে
তুমি বিহনে,বাঁচি কেমনে
ও তুমি বিহনে...
বাঁচি কেমনে....
==============
আরও নতুন আরও সুন্দর
গানের মিউজিক পেতে
গানের পাখি ফ্যামিলির
পাশেই চোখ রাখুন
আমার আইডিতে
গানের পাখি ফ্যামিলি প্রতিভা
বিকাশে সহায়ক এক ফ্যামিলি
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
==============
F=রঙ্গিলা দুনিয়া পিছনে ফেলিয়া
এই জীবনে আসিলে.এ..এ.
বুকেতে টানিয়া প্রাণেতে বান্ধিয়া
কি যে ভালোবাসিলে..
M=তোমারে চেয়েছি
তোমারে পেয়েছি
আর কি চাওয়া জীবনে হে......
তুমি যেখানে,আমি সেখানে
মিশে রবো দুজনে..
F=তুমি বিহনে.....
M=তুমি বিহনে বাঁচি কেমনে
===============
আমার এই সামান্য প্রচেষ্টা
যদি ভালো লাগে তবে
পাশেই থাকবেন, কেননা
আপনাদের উৎসাহ পেলে
আরও সুন্দর গানের মিউজিক
উপহার দিব ইনশাআল্লাহ
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
============
F=কাছেতে থাকিয়ো,হৃদয়ে রাখিও
শত জনম ও ধরিয়া......
চোখেরও আড়ালে
তোমাকে হারালে
আমি যাবো মরিয়া...
M=কি ভালো লাগেরে
কি মায়া জাগেরে
কি যে যাদু জানোরে হে.....
মধুরও হাসিতে,মরণও ফাঁসিতে
শুধু কাছে টানোরে..
F=তুমি বিহনে
তুমি বিহনে.....
বাঁচি কেমনে
M=ও বন্ধু তোমারও
লাগি সকাল বিকাল
অন্তর আমার পুড়ে..
F=বন্ধু তোমারও
লাগি মনটা আমার
ঘুড্ডি হইয়া উড়ে
M=ও তুমি বিহনে,বাঁচি কেমনে
তুমি বিহনে.....
বাঁচি কেমনে....
.....ধন্যবাদ......