F=আমার নাকেরই ফুল বলেরে
তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে
তুমি যে আমার
==================
ছায়াছবিঃ তোমাকে চাই
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
কথা ও সুরঃ
আহমেদ ইমতিয়াজ বুলবুল
পরিচালকঃ মতিন রহমান
চয়েস<>আপলোড
ফেরদৌস
গানের পাখি ফ্যামিলি
=================
F=আমার নাকেরই ফুল বলেরে
তুমি যে আমার
====মিউজিক====
F=আমার কানেরই দুল বলেরে
তুমি যে আমার
====মিউজিক====
F=আমার নাকেরই ফুল বলেরে
তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে
তুমি যে আমার
আমার মন বলে রে
যা কিছু আমার
সবই যে তোমার
আমার মন বলে রে
যা কিছু আমার
সবই যে তোমার
===============
এমন কালজয়ী কিছু গানের
কালেকশন পেতে অবশ্যই
গানের পাখি ফ্যামিলির
পাশে থাকুন উপভোগ করুন
আপনাদের পছন্দের সব গান
চয়েস<>আপলোড
ফেরদৌস
গানের পাখি ফ্যামিলি
================
F=মনেরই সুতায় আমি প্রেমের
মালা গেথেছি..,,,,,
এই জিবনের যত প্রদীপ
জ্বেলে রেখেছি
ও তুমি এলেই যদি
ধরা দিলেই যদি
চিরোদিন থেকো গো আমার
আমার নাকেরই ফুল বলেরে
তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে
তুমি যে আমার
আমার মন বলে রে
যা কিছু আমার
সবই যে তোমার
আমার মন বলে রে
যা কিছু আমার
সবই যে তোমার
==============
অবসরে গানে গানেই
ঘুচে যাক মনের সব ক্লান্তি
আর হ্যাঁ?মিউজিক ভালো লাগলে
ফলো দিতে ভুলবেন না
চয়েস<>আপলোড
ফেরদৌস
================
F=আ আ আ আ আ আ
আ আ আ আ আ
M=এই........
জীবনে তোমাকে আমি
শুধু চেয়েছি.....
এই.........
জীবনে তোমাকে আমি
আজ পেয়েছি.....
বৈশাখী ঝড়ো হাওয়ায়
আমি যে তোমাকে চাই
শ্রাবণও বারিধারায়
আমি যে তোমাকে চাই
ফাগুনে ফুলও মেলায়
আমি যে তোমাকে চাই
এই........
জীবনে তোমাকে আমি
শুধু চেয়েছি.......
এই......
জীবনে তোমাকে আমি
আজ পেয়েছি
তোমার গলায় মালা দেবো গো
প্রাণ সজনী
তোমার পায়ে মল দেবো গো
প্রাণ সজনী
তোমার গলায় মালা দেবো গো
প্রাণ সজনী
তোমার পায়ে মল দেবো গো
প্রাণ সজনী
আমার মন বলেরে
তুমি যে আমার চিরোদিনই
আমার মন বলেরে
তুমি যে আমার চিরোদিনই
=================
আরও নতুন আরও সুন্দর
এবং কালজয়ী গানের মিউজিক
পেতে পাশেই থাকুন, চোখ রাখুন
আমার আইডিতে
গানের পাখি ফ্যামিলি প্রতিভা
বিকাশে সহায়ক এক ফ্যামিলি
চয়েস<>আপলোড
ফেরদৌস
=================
M=আ আ আ আ
আ আ আ আ
====মিউজিক====
আ আ আ আ
আ আ আ আ
ধন্যবাদ_____