গানের পাখি ফ্যামিলি প্রেজেন্টস
ময়মনসিংহ গীতিকার অবলম্বনে
(মহুয়া পালা গান) থেকে সংগৃহীত
ছাইড়া দে কলসি আমার যায় বেলা
শিল্পীঃ কানিজ খন্দকার মিতু
ও খাইরুল ওয়াসি
১ম পার্ট মেয়ে,২য় পার্ট ছেলে
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
================
F=সাঁঝের বেলা আইসা ঘাটে গো
পায়ের নুপুর খইসা যায়
রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
====কোরাস====
M=জল ভরো সুন্দরী কন্যা
জলে দিছ্যাও ঢেউ
জল ভরো সুন্দরী কন্যা
জলে দিছ্যাও ঢেউ
হাসি মুখে কওনা কথা
হাসি মুখে কওনা কথা
সঙ্গে নাই তোর কেউ
F=রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
M=ছাড়বোনা কলসি
তোমার যাক বেলা
=============
এমন জনপ্রিয় গান মানেই
গানের পাখি ফ্যামিলি
এই ধারা অব্যাহত রাখতে
পাশে থাকবেন সবাই
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
================
M=জল ভরো সুন্দরী কন্যা
জলে দিয়া মন
জল ভরো সুন্দরী কন্যা
জলে দিয়া মন
কাইল যে কইছিলাম কথা
কাইল যে কইছিলাম কথা
আছেনি স্বরণ
F=রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
====কোরাস====
F=পর পুরুষের সঙ্গে আমার
কোনই কথা নাই
পর পুরুষের সঙ্গে আমার
কোনই কথা নাই
ওদিক সরে যাও হে নাগর
ওদিক সরে যাও হে নাগর
জল ভরিয়া যাই
M=এ কন্যা ছাড়বোনা কলসি
তোমার যাক বেলা
====কোরাস====
===============
মিউজিক ভালো লাগলে
অবশ্যই ফলো দিতে ভুলবেন না
চয়েস<>আপলোড
জান্নাত আহম্মেদ
================
M=কেমন তোমার মাতা পিতা
কেমন তাদের হিয়া
আরে কেমন তোমার মাতা পিতা
কেমন তাদের হিয়া
একেলা পাঠাইছে ঘাটে
একেলা পাঠাইছে ঘাটে
কাঙ্খে কলস দিয়া
F=রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
====কোরাস====
F=ভালো আমার মাতা পিতা
ভালো তাদের হিয়া
ভালো আমার মাতা পিতা
ভালো তাদের হিয়া
একেলা পাঠাইছে ঘাটে
একেলা পাঠাইছে ঘাটে
বুকে পাথর দিয়া
=====বাঁশির সুর=====
F=চুপ থাক নির্লজ্জ পুরুষ
লজ্জা নাইরে তোর
চুপ থাক নির্লজ্জ পুরুষ
লজ্জা নাইরে তোর
গলেতে কলসি বাইন্ধা
জলে ডুইবা মর
রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
====কোরাস====
M=কোথায় পাবো কলসি কন্যা
কোথায় পাবো দড়ি
আরে কোথায় পাবো কলসি কন্যা
কোথায় পাবো দড়ি
তুমি হও জমুনারই জল
আমি ডুইবা মরি
F=রে নাগর ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
M=ছাড়বোনা কলসি তোমার যাক বেলা
F=ছাইড়া দে কলসি
আমার যায় বেলা
M=আরে ছাড়বোনা কলসি
তোমার যাক বেলা
ধন্যবাদ______