ছায়াছবিঃখাদান
শিল্পীঃ রথীজিৎ ভট্রাচার্য ও
অন্তরা মিত্র
কথাঃ রিতম সেন
সংগীতঃ রথীজিৎ ভট্রাচার্য
চয়েস & আপলোড
Jannat Ahmmed
গানের পাখি ফ্যামিলি
==============
M+F=আইলো আইলো
আমারও সজনী
তোর সাথে ঘর
করব আহা রে
বাজিলো বাজিলো
প্রেমের বাঁশি বাজিল
বাজলে মাদন
নাচব আহা রে
====মিউজিক====
F=উড়ু উড়ু প্রাণ করে
দুরু দুরু দুরু তোর কারণে
মোহল বনের মাঠের ধারে
তোকে তোকে শুধু ধরেছে মনে
প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ...এ তরী
M=কিশোরী কিশোরী
কিশোরী কিশোরী
তোকে না পাইলে
জানিনা কি করি
কিশোরী কিশোরী
কিশোরী কিশোরী
হয়ে যা হয়ে যা
শুধু আমারই
ওওও.......
ওওও.......
ওওও.......
ওওও.......
============
এমন ধামাকা গানের মিউজিক
উপভোগ করতে অবশ্যই
গানের পাখি ফ্যামিলির
সাথেই থাকুন,উপভোগ করুন
পছন্দের সব গানগুলো
চয়েস & আপলোড
Jannat Ahmmed
গানের পাখি ফ্যামিলি
==========
M=সোনা বরণ রুপ কন্যা
কুচ বরণ কেশ
তুই দিনের শুরু কন্যা
তুই রাতের শেষ
তুই আমার ভালোবাসার ঘর
তুই আমার ভালোবাসার দেশ
F=তোরই কথা পড়লে মনে
ফুটে যে পলাশ
তোরই সাথে থাকব আমি
এখন বারোমাস
তুই আমার ফিরে আসার ঘর
তুই আমার ভালোবাসার দেশ
প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ...এ তরী
M=কিশোরী কিশোরী
কিশোরী কিশোরী
তোকে না পাইলে
জানিনা কি করি
কিশোরী কিশোরী
কিশোরী কিশোরী
হয়ে যা হয়ে যা
শুধু আমারই
ওওও.......
ওওও.......
ওওও.......
ওওও.......
M+F=আইলো আইলো
আমারও সজনী
তোর সাথে ঘর
করব আহা রে
বাজিলো বাজিলো
প্রেমের বাঁশি বাজিলো
বাজলে মাদন
নাচব আহা রে
......Thank you......