JAZPER
00:38s/05:15s
কষ্ট হয় মনে আসলে
আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার
স্বপ্নচূত হাজার স্মৃতি
জড়িয়ে আছে সঙ্গী হয়ে আমার
তুমি বুঝোনি বন্ধুত্ব কি
ভালোবাসা কাকে বলে
তাই করুনা শুধু তোমাকে
আজীবন নিজের ছলে
কষ্ট হয় মনে আসলে
আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার
02:02s/03:51s
সুখের শুন্য হৃদয় বেঁচে থাকা
তোমার জন্য সেখানে করুণা রাখা
সুখের শুন্য হৃদয় বেঁচে থাকা
তোমার জন্য সেখানে করুণা রাখা
তুমি বুঝোনি বন্ধুত্ব কি
ভালোবাসা কাকে বলে
তাই করুনা শুধু তোমাকে
আজীবন নিজের ছলে
কষ্ট হয় মনে আসলে
আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার
03:44s/02:10s
গভীরতা যে হৃদয়ে একটুও নেই
কি করে সে মানুষকে ভালোবাসবে
তুমি বুঝোনি বন্ধুত্ব কি
ভালোবাসা কাকে বলে
তাই করুনা শুধু তোমাকে
আজীবন নিজের ছলে
কষ্ট হয় মনে আসলে
আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার
স্বপ্নচূত হাজার স্মৃতি
জড়িয়ে আছে সঙ্গী হয়ে আমার
JAZPER
তুমি বুঝোনি বন্ধুত্ব কি
ভালোবাসা কাকে বলে
তাই করুনা শুধু তোমাকে
আজীবন নিজের ছলে