menu-iconlogo
huatong
huatong
jazper-chokhe-chokhe-ft-balam-jazper-choice-cover-image

Chokhe Chokhe Ft Balam (JAZPER.♠️ Choice)

JAZPER.♠️huatong
লিরিক্স
রেকর্ডিং
চোখে চোখে চোখ পড়েছে কী বলব মুখে

কে তোমায় সাজিয়েছে এতো অপরূপে II

আমার কল্পনায় হাজার ভাষা নীরব দুঃখে দুঃখে II

চাঁদ আজ লুকিয়ে গেছে মেঘের আড়ালে

ফুল যেন চায় না ফিরে পাপড়িরা মেলে II

আমার কল্পনায় হাজার ভাষা নীরব দুঃখে দুঃখে (২ বার)

তোমায় দেখে লিখতে পারি হাজার কবিতা

পাহাড়ের বুক ফাঁড়িয়ে ঝরে পরে লাজুক লতা

তোমায় নিয়ে লিখতে পারি হাজার কবিতা

পাহাড়ের বুক ফাঁড়িয়ে ঝরে পরে লাজুক লতা

নয়ন দুটি আড়াল করো রঙিন ওড়না ঢেকে (২ বার)

চোখে চোখে চোখ পড়েছে কী বলব মুখে

কে তোমায় সাজিয়েছে এতো অপরূপে (২ বার)

আমার কল্পনায় হাজার ভাষা নীরব দুঃখে দুঃখে (২ বার)

JAZPER.♠️ থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে