অচেনা শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল
নিচ্ছি উড়াল কেন আজকাল
খুঁচরো ছোঁয়াতে, ইচ্ছে ধোঁয়াতে, রাখছি করে আড়াল
তোর নানান কথা আর নীরবতা, আমার সন্ধ্যে সকাল
হয় মাতাল কেন আজকাল
হয় মাতাল কেন আজকাল
তারায় তারায় চর্চা খুব এখন
ধরা দিল দলছুট মন কেমন
শেষে যদি বিয়োগে বাজে সুর
ভেসে তবু যাবই বহুদূর তোর হাতে আখরে টালমাটাল
কেন আজকাল
কেন আজকাল, কেন আজকাল
আকাশ ছোঁও আজ বৃষ্টির পরতে
বৃষ্টির বাঁশমনে শ্রাবণে কি শরতে
পেলাম খুঁজে নকশীকাঁথার মাঠ
পেলাম শেষে কবিতাও হঠাৎ
সবুজের আদরে মন বেসামাল
কেন আজকাল (কেন আজকাল)
কেন আজকাল, কেন আজকাল
কেন আজকাল, কেন আজকাল