menu-iconlogo
huatong
huatong
avatar

আজ আমায় সপ্ন দেখাবি আয়

Jeet Ganngulihuatong
লিরিক্স
রেকর্ডিং
আজ আমায় সপ্ন দেখাবি আয়...

এক নতুন গল্প শোনাবি আয়

আজ আমায় সপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

আজ আমায় সপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

নতুন নতুন গান পেতে আমার

সংবুক দেখুন

গানের স্বরলিপি পরিবার

দুজনের একা হওয়া...

আমাদের দেখা হওয়া

যেন লিখে রাখা ছিল তাই

দুটি পাখি একি ডালে

হাওয়াদের তালে তালে

পাশা পাশি উড়ে চলে যায়

হো কত হাসি কত কথা বারে মনে মনে..

পোড়েনা তোরই ছবি একেছি গোপনে

আজ কেমন শুন্য তোকে ছাড়া...

ইচ্ছেরা দিচ্ছে সেই ইশারা

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

গান কপি বা রি আপলোয়েড দিবেন না

গানে লাইক কমেন্ট করে পাশে থাকবেন

আমি তোর ছায়া হবো...

কিছুটা বেহায়া হবো

চেয়ে নেব সেরা আবদার

ঘুমেরও ভিতরে তোকে

ঘোরো বন অরণ্যতে

ঢেকে দেবো মেঘেতে আবাস

হো কত হাসি কত কথা বারে মনে মনে..

পোড়েনা তোরই ছবি একেছি গোপনে

আজ আমায় সপ্ন দেখাবি আয়..

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়...

তুই মিলে যা আমার গল্পটায়

গানের স্বরলিপি পরিবার

Jeet Gannguli থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে