menu-iconlogo
huatong
huatong
avatar

কবে দিমু গলায় মালারে Kobe Aibe Amar pala re

Jeet Ganngulihuatong
লিরিক্স
রেকর্ডিং
কবে আইবে আমার পালারে

কবে দিমু গলায় মালারে

মনের যে নাই কোন কাম বন্ধু

মনের যে নাই কোন কাম

এই মনের যে নাই কোন কাম বন্ধু

মনের যে নাই কোন কাম

তোর পিরীতে দিবানিশি

থাকে আমার মন উদাসী

প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে

এই বুকের মাঝে আগুন জলে

নেবে না রে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে কবে…কবে…কবে… আইবে পালারে

আরে দিমু গলায় মালা রে… মালারে… মালারে

কবে আইবে আমার পালারে

কবে দিমু গলায় মালারে… মালারে… মালারে

আরে মনে দিলে তালা

না কমে নারে জ্বালা

না কাটে নারে এ যাদুর ঘোর

আরে যতো বেঁধে রাখি

এই মন উড়ো পাখি

খাটে না তো প্রেমে কোনো জোর

আরে মনে দিলে তালা

না কমে নারে জ্বালা

না কাটে নারে এ যাদুর ঘোর

আরে যতো বেঁধে রাখি

এই মন উড়ো পাখি

খাটে না তো প্রেমে কোনো জোর

এই বুকের মাঝে আগুন জ্বলে

নেবে নারে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে কবে…কবে… কবে… আইবে পালারে

আরে দিমু গলায় মালারে… মালারে…মালারে

কবে আইবে আমার পালারে

কবে দিমু গলায় মালারে… মালারে… মালারে

এই মন রেখে বাজি

সব হারাতে যে রাজি

ভালোবাসা পাই যদি তোর

আজ তোকে পেলে পাশে

ওরে রাত যদি আসে

আমি সে রাতের চাই না তো ভোঁর

এই মন রেখে বাজি

সব হারাতে যে রাজি

ভালোবাসা পাই যদি তোর

আজ তোকে পেলে পাশে

ওরে রাত যদি আসে

আমি সে রাতের চাই না তো ভোঁর

এই বুকের মাঝে আগুন জলে

নেবে নারে জল ছিটালে

কবে দিমু গলায় মালা রে

আরে কবে… কবে… কবে…আইবে পালারে

আরে দিমু গলায় মালারে… মালারে… মালারে

কবে আইবে আমার পালারে

কবে দিমু গলায় মালারে… মালারে…মালারে

Thanks…Stay With Me…

Jeet Gannguli থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে