menu-iconlogo
logo

jani sob kisu bhule

logo
লিরিক্স
জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

চয়েজ বাই<>শাহরিয়ার ইসলাম

আপলোড বাই<>শাহরিয়ার

মিউজিক ফলো করুন

পাখিদের গান যদি না শোনা যায়

লাগবেনা ভালো এই পৃথিবী

তোমাকে যদি আমি কাছে না পাই

শূন্য হয়ে যাবে আমারই সবই

বেদনার সব ব্যথা যায় ভুলা যায়

তোমার বিরহ ভুলা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

মিউজিল ফলো করুন

আকাশের বুকে যদি মেঘ না থাকে

বৃষ্টিতে ভিজবে না এই পৃথিবী

আমারই বুকে যদি তুমি না থাকো

আধাঁরে হারাবে আমারই সবই

কষ্টে্র সব জ্বালা যায় সওয়া যায়

তোমার দুরেঁ থাকা সয়না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

জানি সব কিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না

সব স্মৃতি মুছে ফেলা যায়

তোমার স্মৃতি মুছা যায় না

Jewel-এর jani sob kisu bhule - লিরিক্স এবং কভার