আ...আ...আ
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এ মন তোমারি কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এ মন তোমারি কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই চোঁখেরি আড়াল তুমি হোও যখনই
চোঁখেরি আড়াল তুমি হোও যখনই
মনে হয় আমি যেন বাচবোনা আর
বাচবোনা আর
-------------------
ও...অনেক ভালবাসি আমি যে তোমায়
অনেক ভালবাসি আমি যে তোমায়
এজীবনে শেষ কভু নাই যেন তার
নাই যেন তার
যেখানে যাবে সেখানে যাবো
যেভাবে ছায়া চলে কায়ার পিছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
?
-------------------
ও...যতটা আপন করে নিয়েছি তোমায়
যতটা আপন করে নিয়েছি তোমায়
ততটা আপন আমি আমারও যে নয়
আমারও যে নয়
----------------
ও...কখনো কোথাও আমি যাবোনা যে আর
কখনো কোথাও আমি যাবোনা যে আর
তোমারি প্রানের মাঝে যেন মিশে রই
যেন মিশে রই
তোমাকে ছাড়া বুঝিনা কিছুই
তুমি ছাড়া সবকিছু হবে যে মিছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
একটি কথাই জেনেছি আমি
বুঝেছে এমন তোমারি কাছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
এই পৃথিবীতে প্রেম এখনও আছে
আ......আ.........