menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং

RA NM

আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি,

কোথায় গিয়ে হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু

নির্দয়া পাষান

তোর এত অভিমান,

তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি।

মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়ে হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু

নির্দয়া পাষান

তোর এত অভিমান,

তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

আমার মন…

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি

RA NM

এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি,

তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি,

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে,

তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে…

এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি,

তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি,

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে,

তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে…

আমার মন….

আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি,

কোথায় গিয়ে হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু

নির্দয়া পাষান

তোর এত অভিমান,

তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি।

RA NM

ও রাইতের পর রাত জাগিয়া তোরই কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি

খুব যতনে সংগোপনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি

ও রাইতের পর রাত জাগিয়া তোরই কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি

খুব যতনে সংগোপনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি

..আমার মন।

আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়ে হইলি গোপন

ধরতে নাহি পারি বন্ধু

হৃদয়া পাষান

তোর এত অভিমান,

তোরে ছাড়া একলা জীনন ক্যামনে দেই পাড়ি।

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি,

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়ে হইলি গোপন ধরতে নাহি পারি

Bye Bye Bye Bye

Jisan Khan Shuvo থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Jisan Khan Shuvo-এর HD Bisher Churi - লিরিক্স এবং কভার