menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-ami-eka-adhar-jibon-cover-image

Ami Eka Adhar Jibon

Joy Bhattacharjeehuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি একা আঁধার জীবন

ভালোবাসা ওই বিবর্ণ রং

আমি একা আঁধার জীবন

ভালোবাসা ওই বিবর্ণ রং

পৃথিবী হঠাৎ যেন অন্য রকম

স্বপ্নরা মৃত যে আজ ধূসর জীবন

ও কবিতার ভাষা ভালোবাসা পায়না

তার কথা, তার গান ভোলা যায় না

আমি একা আঁধার জীবন

ভালোবাসার ওই বিবর্ণ রং

আমি একা আঁধার জীবন

ভালোবাসা ওই বিবর্ণ রং

পৃথিবী হঠাৎ যেন অন্য রকম

স্বপ্নরা মৃত যে আজ ধূসর জীবন

ও কবিতার ভাষা ভালোবাসা পায়না

তার কথা তার গান ভোলা যায় না

আমি একা আঁধার জীবন

ভালোবাসা ওই বিবর্ণ রং

Joy Bhattacharjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে