menu-iconlogo
logo

Bikol Pakhir Gaan

logo
লিরিক্স
শঙ্খচিলের এই আকাশে

ছন্নছাড়া ঝির বাতাসে

শেষ বিকেলের ক্লান্ত রণে

আবছা নীলের আহ্বানে

একটা অবুঝ মনের ডানা

নিখোঁজ হলো অভিমানে

স্বপ্নগুলো রং হারালো

একটা বিকল পাখির গানে

শঙ্খচিলের এই আকাশে

ছন্নছাড়া ঝির বাতাসে

বর্ণ হারায় সবুজ পাতা

অবুঝ চোখের জলের দাগে

উই কেটে যায় খেরো খাতা

সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে

বর্ণ হারায় সবুজ পাতা

অবুঝ চোখের জলের দাগে

উই কেটে যায় খেরো খাতা

সন্ধ্যা নামে শ্রাবণ মেঘে

একটা অবুঝ মনের ডানা

নিখোঁজ হলো অভিমানে

স্বপ্নগুলো রং হারালো

একটা বিকল পাখির গানে

শঙ্খচিলের এই আকাশে

ছন্নছাড়া ঝির বাতাসে

ও, সম্ভাবনার সূর্যসকাল

আবার যদি পেতাম ফিরে

মন দহনের এমন দিনে

বেঁচে থাকার অনেক ঋণে

সম্ভাবনার সূর্যসকাল

আবার যদি পেতাম ফিরে

মন দহনের এমন দিনে

বেঁচে থাকার অনেক ঋণে

একটা অবুঝ মনের ডানা

নিখোঁজ হলো অভিমানে

স্বপ্নগুলো রং হারালো

একটা বিকল পাখির গানে

শঙ্খচিলের এই আকাশে

ছন্নছাড়া ঝির বাতাসে