menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

কতকিছুই চাইতে পারি, পারবে কি দিতে?

ছুতো তোমার রকমারি, সবকিছু ফিরিয়ে নিতে

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তবু তো চাই থাকতে যেন তোমার পাশাপাশি

যোগ-বিয়োগের অংক ভুলে সরল গল্প লিখি

তবু তো চাই থাকতে যেন তোমার পাশাপাশি

যোগ-বিয়োগের অংক ভুলে সরল গল্প লিখি

কতকিছুই চাইতে পারি, পারবে কি দিতে?

ছুতো তোমার রকমারি, সবকিছু ফিরিয়ে নিতে

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

Joy Shahriar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে