স্বর্গ যদি থেকেই থাকে আছে মাটির বুকে
মায়ের কোলে স্বর্গ আছে
বসেই দেখো না...বসেই দেখো না
চাঁদের হাঁসি দেখবো বলে মুখ তুলে চাও
জ্যোৎস্না হয়ে মায়ের হাঁসির
নেই তুলনা...নেই তুলনা
স্বর্গ যদি থেকেই থাকে আছে মাটির বুকে
মায়ের কোলে স্বর্গ আছে
বসেই দেখো না....বসেই দেখো না
༺࿙ASIT࿚༻ɢɴ ࿐
ID-13382115166
সবার কাছে ভালোবাসা
মিছেই কেনো করো আশা
মায়ের মতো বাসতে ভালো
কেউ তো পারে না
Lyrics by
CHUMKI
হো... সবার কাছে ভালোবাসা
মিছেই কেনো করো আশা
মায়ের মতো বাসতে ভালো
কেউ তো পারে না.....
কেউ তো পারে না..
স্বর্গ যদি থেকেই থাকে আছে মাটির বুকে
মায়ের কোলে স্বর্গ আছে
বসেই দেখো না....বসেই দেখো না
Upload date
02/03/2025
বিপদে পড়লে পরে
কাছের মানুষ যায় যে সরে
সবাই যদি মুখটি ফেরায় মা তা পারে না
হ্যাঁ.... বিপদে পড়লে পরে
কাছের মানুষ যায় যে সরে
সবাই যদি মুখটি ফেরায়
মা তা পারে না...মা তা পারে না
স্বর্গ যদি থেকেই থাকে আছে মাটির বুকে
মায়ের কোলে স্বর্গ আছে
বসেই দেখো না....বসেই দেখো না
চাঁদের হাঁসি দেখবো বলে মুখ তুলে চাও
জ্যোৎস্না হয়ে মায়ের হাঁসির
নেই..তুলনা....নেই তুলনা
নেই তুলনা...
নেই তুলনা..