༺࿙?࿚༻ɢɴ ࿐
যখন থেকে জন্ম নিলাম.....
যখন থেকে জন্ম নিলাম
তোমার কাছেই বড় হলাম
তোমায় ব্যথা দিয়ে গেলাম
তবুও তোমার প্রীয় হলাম
যখন থেকে জন্ম নিলাম
তোমার কাছেই বড় হলাম
তোমায় ব্যথা দিয়ে গেলাম
তবুও তোমার প্রীয় হলাম
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
পাই যেন তোমারি কোলটা
পাই যেন তোমারি কোলটা
যখন থেকেই জন্ম নিলাম
তোমার কাছেই বড় হলাম
তোমায় ব্যথা দিয়ে গেলাম
তবুও তোমার প্রীয় হলাম
༺࿙?࿚༻ɢɴ ࿐
ID-13382115166
Date - 17/02/24
মায়ের হাতের শুকনো মুড়ি
হার মেনে যায় সু সিকিমছি
তোমার পায়ের ধুলো মাগো
ধুলো নয় তো সেতো হীরের কুচি
আজ কেন তুমি এত দূরে
নিজের ছেলেটাকে ছেড়ে
আমার কাছে এসে দেখো
বেঁচে থেকেও আছি মরে
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
রেখে দিও আমার মাথায় হাতটা
রেখে দিও আমার মাথায় হাতটা
যখন থেকে জন্ম নিলাম
তোমার কাছেই বড় হলাম
তোমায় ব্যথা দিয়ে গেলাম
তবুও তোমার প্রীয় হলাম
༺࿙?࿚༻ɢɴ ࿐
ID-13382115166
Date - 17/02/24
ছেলেবেলায় আমায় যখন
গান গেয়ে মা আমায় ঘুম পাড়াতো
মায়ের চোখের দুটি পাতা
জলে তখন কে ভেজাতো
আমি মায়ের মনের ভেতর খুঁজি
সেথায় আমি নিজেকে দেখি
এই দুনিয়ায় সবটা বেকার
যদি না থাকে মাগো তোমার
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
কখনো আবার যদি জন্ম নিয়ে থাকি আমি
ধরে নিও আমার ছোট্ট হাতটা
ধরে নিও আমার ছোট্ট হাতটা
যখন থেকে জন্ম নিলাম
তোমার কাছেই বড় হলাম
তোমায় ব্যথা দিয়ে গেলাম
তবুও তোমার প্রীয় হলাম
তবুও তোমার প্রীয় হলাম
মা ও মা
মা ও মা
মা ও মা
মা আমার মা