menu-iconlogo
huatong
huatong
avatar

মন মিললে মেলা/Mon Mille mela/কামরুল ইসলাম

Kamrul@smphuatong
লিরিক্স
রেকর্ডিং
আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

Coffee House. com

আরো সুন্দর সুন্দর গান , যেগুলো এখনো খুঁজে পান নি তাহলে ফলো দিয়ে ইনবক্স করুন।

গানঃ মন মিললে মেলা/Mon Mille mela

শিল্পীঃ তসিবা ও রাজিন

গান শুরু হবে এখন রেডীঃ

মিউজিক অপেক্ষা করুন

মেয়েঃমন মিললে মেলা না মিললে ঝামেলা

ছেলেঃ মন মিললে মেলা না মিললে ঝামেলা

মেয়েঃ তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

কালা .তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা

জ্বালা জ্বালা প্রেমে বড় জ্বালা

মিউজিক__((রেপ))

ছেলেঃ মনের যত গোপন কথা একলা শুনতে হয়

রসের পিরিত জমে না থাকলে মনে ভয়

মিউজিক অপেক্ষা করুন

ওরে মনের যত গোপন কথা একলা শুনতে হয়

রসের পিরিত জমে না থাকলে মনে ভয়

মেয়েঃ চুপি চুপি আসিস গলে পরাবো মালা

চুপি চুপি আসিস গলে পরাবো মালা

তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

কালা .তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা

জ্বালা জ্বালা প্রেমে বড় জ্বালা

মিউজিক_((রেপ))

মেয়েঃ জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা

ছেলেঃ জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা

মেয়েঃ সুখের কথা সবাই বলে সুখী কজন হয়

আমি বন্ধু জানি তুই কভু আমার নয়

ছেলেঃ ওরে সুখের কথা সবাই বলে সুখী কয়জন হয়

আমি বন্ধু জানি তুই কভু আমার নয়

মেয়েঃ তবু বন্ধু আসিস গলে পরাবো মালা

তবু বন্ধু আসিস গলে পরাবো মালা

তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

কালা .তোরে ছাড়া জমে না প্রেমেরই খেলা

জ্বালা জ্বালা প্রেমে বড়ই জ্বালা

জ্বালা জ্বালা প্রেমে বড় জ্বালা

আপলোডঃ কামরুল ইসলাম 62010197560__

Coffee House. com

ধন্যবাদ

Kamrul@smp থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে