আপনি রেডি হোন
স্বার্থপরের মত তুমি
ভাঙ্গলা আমার মন
মইরা গেলে বুঝবা ঠিকই
কে আপন জন
স্বার্থপরের মত তুমি
ভাঙ্গলা আমার মন
মইরা গেলে বুঝবা ঠিকই
কে আপনজন
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে সাপের ছোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..
মিউজিক অপেক্ষা করুন
আপনি রেডি হোন
ভাবছো তুমি দূরে আছি
চোখের আড়াল করে
তোমায় ভেবে বাঁচি আমি
প্রেম খেলার তীরে..
ভাবছো তুমি দূরে আছি
চোখের আড়াল করে.
তোমায় ভেবে বাঁচি আমি
প্রেম খেলার তীরে..
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে সাপের ছোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..
মিউজিক অপেক্ষা করুন
আপনি রেডি হোন
প্রেম হইলো রে বাবুই পাখি
আদর দিয়া রাখি..
যায় যদি সে উড়ে বলো
কেমন কইরা থাকি.
.প্রেম হইলো রে বাবুই পাখি
আদর দিয়া রাখি
যায় যদি সে উড়ে বলো
কেমন কইরা থাকি
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
মানুষ হয়ে দিলি ব্যথা
মানুষের অন্তরে
তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে সাপের ছোবল মারে
ও তুমি মানুষ ভাবো কারে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..
যে তোমারে বুকে লইয়া
প্রাণে আঘাত করে..