menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Manush Vabo Kare তুমি মানুষ ভাবো কারে

Kamrul@smphuatong
লিরিক্স
রেকর্ডিং
আপনি রেডি হোন

স্বার্থপরের মত তুমি

ভাঙ্গলা আমার মন

মইরা গেলে বুঝবা ঠিকই

কে আপন জন

স্বার্থপরের মত তুমি

ভাঙ্গলা আমার মন

মইরা গেলে বুঝবা ঠিকই

কে আপনজন

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে সাপের ছোবল মারে

ও তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

মিউজিক অপেক্ষা করুন

আপনি রেডি হোন

ভাবছো তুমি দূরে আছি

চোখের আড়াল করে

তোমায় ভেবে বাঁচি আমি

প্রেম খেলার তীরে..

ভাবছো তুমি দূরে আছি

চোখের আড়াল করে.

তোমায় ভেবে বাঁচি আমি

প্রেম খেলার তীরে..

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে সাপের ছোবল মারে

ও তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

মিউজিক অপেক্ষা করুন

আপনি রেডি হোন

প্রেম হইলো রে বাবুই পাখি

আদর দিয়া রাখি..

যায় যদি সে উড়ে বলো

কেমন কইরা থাকি.

.প্রেম হইলো রে বাবুই পাখি

আদর দিয়া রাখি

যায় যদি সে উড়ে বলো

কেমন কইরা থাকি

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

মানুষ হয়ে দিলি ব্যথা

মানুষের অন্তরে

তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে সাপের ছোবল মারে

ও তুমি মানুষ ভাবো কারে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

যে তোমারে বুকে লইয়া

প্রাণে আঘাত করে..

Kamrul@smp থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে