menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-ami-mela-theke-tal-cover-image

আমি মেলা থেকে তাল পাতার Ami Mela Theke Tal

Kanak Chapahuatong
pat_markmcalearhuatong
লিরিক্স
রেকর্ডিং

আমি মেলা থেকে তাল পাতার

এক বাঁশি কিনে এনেছি

বাঁশি কই আগের মত বাজে না

মন আমার কেমন কেন সাজেনা

তবে কি ছেলেবেলা

অনেক দূরে ফেলে এসেছি

আমি মেলা থেকে তাল পাতার

এক বাঁশি কিনে এনেছি

মনে পড়ে উদাস করা

নকশী কাথার মাঠে

ভুলে গেলাম হেলায় কখন

সূর্যি যেত পাঠে

মনের থেকে সেসব ছবি

হারিয়ে ফেলেছি

আমি মেলা থেকে তাল পাতার

এক বাঁশি কিনে এনেছি

এসব কথা থেকে থেকে

যখন মনে আসে

কিশোরী দিন স্বপ্ন রজ্ঞিন

চোখের জলে ভাসে

হঠাৎ দেখি অনেকটা পথ

চলে এসেছি

বাঁশি কই আগের মত বাজে না

মন আমার কেমন কেন সাজেনা

তবে কি ছেলেবেলা

অনেক দূরে ফেলে এসেছি

আমি মেলা থেকে তাল পাতার

এক বাঁশি কিনে এনেছি

Thanks…Stay With Me…

Kanak Chapa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে