menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-ek-bindu-bhalobasha-cover-image

Ek Bindu Bhalobasha

Kanak Chapahuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
লিরিক্স
রেকর্ডিং
ছেলেঃ এক বিন্দু ভালোবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

মেয়েঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

ছেলেঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

-=আপলোড বাই মজিবুর=-

চেয়ে চেয়ে থাকি

তোমায় শুধু দেখি

কি আছে তোমার মাঝে

বলো কি আছে তোমার মাঝে

মেয়েঃ কাছে যদি ডাকো

পাশে যদি রাখো

কিছু আমি চাই না যে

আর কিছু আমি চাই না যে

ছেলেঃ এক নিঃশ্বাসে এক বিশ্বাসে

এক নিঃশ্বাসে এক বিশ্বাসে

তোমার প্রেমে আমি বেঁচে রবো

মেয়েঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

-=আপলোড বাই মজিবুর=-

যত বারই ভাবি

ভাসে তোমার ছবি

পারিনা মুছে দিতে

আমি পারিনা মুছে দিতে

ছেলেঃ কি যে হবে ক্ষতি

করো যদি সাথী

জীবনও চলার পথে

তোমার জীবনও চলার পথে

মেয়েঃ এক অন্তরে এক বন্ধুরে

এক অন্তরে এক বন্ধুরে

আপন করে আমি বেঁধে নেবো

ছেলেঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

মেয়েঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

ছেলেঃ মনে প্রাণে আছো তুমি

চিরদিনই আমি তোমার হবো

মেয়েঃ এক বিন্দু ভালবাসা দাও

আমি এক সিন্ধু হৃদয় দেবো

====ধন্যবাদ=====

Kanak Chapa থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে