menu-iconlogo
logo

আদরে আদরে অন্তরে অন্তরে

logo
avatar
Kazi Shuvologo
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻logo
অ্যাপে গান গাও
লিরিক্স
আদরে আদরে অন্তরে অন্তরে

শিল্পীঃ কাজী শুভ ও স্বরলিপি

?‍ মেয়েঃ তোর সাথে সারা নিশী,ভিজবো জোছনায়

চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়

?‍ ছেলেঃ তোর সাথে সারা নিশী,ভিজবো জোছনায়

চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়

?‍ মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ মেয়েঃ তোর সাথে ভিজবো অঝর বৃষ্টিতে

রংধনু খুঁজবো তোর, অবুঝ দৃষ্টিতে..

?‍ ছেলেঃ তোর সাথে ভিজবো অঝর বৃষ্টিতে

রংধনু খুঁজবো তোর, অবুঝ দৃষ্টিতে..

?‍ মেয়েঃ মিলেমিশে দুজনে চল এক হয়ে যায়...

?‍ ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ ছেলেঃ তোর সাথে লিখবো আকাশ পুরো..টা

হ্নদয়েতে আঁকবো তোর.. ছবিটা

?‍ মেয়েঃ তোর সাথে লিখবো আকাশ পুরো..টা

হ্নদয়েতে আঁকবো তোর.. ছবিটা

?‍ ছেলেঃ চোঁখে চোঁখে চেয়ে...চল, স্বপ্ন বু.নে যায়..

?‍ মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

?‍ ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে

মিশে রবো দু'জনায়

? যবনিকা ?

Kazi Shuvo-এর আদরে আদরে অন্তরে অন্তরে - লিরিক্স এবং কভার