তুমি নেই তাই তোমার জন্য 
দহন সারাবেলা 
তুমি নেই তাই 
নিজের প্রতি নিজের অবহেলা । 
তুমি নেই সেই তুমি 
এই আমি একা 
তুমি নেই নেই সুখ 
নেই ভালো থাকা , 
তুমি নেই তাই তোমার জন্য 
দহন সারাবেলা! 
তুমি নেই তাই তোমার কাছে 
নেই কো যাবার তাড়া 
তুমি নেই তাই জীবন আমার 
আজ ছন্নছাড়া । 
তুমি নেই তাই তোমার কাছে 
নেই কো যাবার তাড়া 
তুমি নেই তাই জীবন আমার 
আজ ছন্নছাড়া । 
তুমি নেই সেই তুমি 
এই আমি একা 
তুমি নেই নেই সুখ 
নেই ভালো থাকা । 
তুমি নেই তাই তোমার জন্য 
দহন সারাবেলা 
তুমি নেই তাই স্বপ্নের সাথে 
হয়না এখন দেখা 
তুমি নেই তাই রাত্রি জেগে 
হয়না চিঠি লেখা । 
তুমি নেই তাই স্বপ্নের সাথে 
হয়না এখন দেখা 
তুমি নেই তাই রাত্রি জেগে 
হয়না চিঠি লেখা । 
তুমি নেই সেই তুমি 
এই আমি একা 
তুমি নেই নেই সুখ 
নেই ভালো থাকা 
তুমি নেই তাই তোমার জন্য 
দহন সারাবেলা 
তুমি নেই তাই ত 
নিজের প্রতি নিজের অবহেলা । 
তুমি নেই সেই তুমি 
এই আমি একা 
তুমি নেই নেই সুখ 
নেই ভালো থাকা , 
তুমি নেই তাই তোমার জন্য 
দহন সারাবেলা!