menu-iconlogo
huatong
huatong
avatar

Kukur Posha Valo Chilo

Lailahuatong
লিরিক্স
রেকর্ডিং
ও রে ভালোবাসার দাবানলে

ও রে ভালোবাসার দাবানলে

পোড়াইলি মনের ঘর

একটা কুকুর পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটা বিড়াল পোষা ভালো ছিল

কইরা তোরে পর

ভালোবাসার দাবানলে

হায়রে ভালোবাসার দাবানলে

পোড়াইলি মনের ঘর

একটা কুকুর পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটা বিড়াল পোষা ভালো ছিল

কইরা তোরে পর

ও রে শুইনা তোর প্যান প্যান

আমি হারাইয়াছি জ্ঞান

তোর কারণে এখন আমার হাতে হারিকেন

ও রে শুইনা তোর প্যান প্যান

আমি হারাইয়াছি জ্ঞান

তোর কারণে এখন আমার হাতে হারিকেন

আমি শিশুর মতো শুনছি কথা

আমি শিশুর মতো শুনছি কথা

ভূইলাছি সমাজের ডর

একটা ময়না পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটা ময়না পোষা ভালো ছিল কইরা তোরে পর

ও রে ভাইবা তোরে জান

আমার গেলো কূলমান

বৃথাই তোরে ভাবছি আমি আসমানেরও চান

ও রে ভাইবা তোরে জান

আমার গেলো কূলমান

বৃথাই তোরে ভাবছি বন্ধু আসমানেরও চান

আমি করি না তোর প্রেমের আশা

আমি করি না তোর প্রেমের আশা

যারে খুশি তারে ধরে

একটা কুকুর পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটি বিড়াল পোষা ভালো ছিল কইরা তোরে পর

ভালোবাসার দাবানলে

হায়রে ভালোবাসার দাবানলে

পোড়াইলি মনের ঘর

একটা কুকুর পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটা বিড়াল পোষা ভালো ছিল

কইরা তোরে পর

ও রে ভালোবাসার দাবানলে

ও রে ভালোবাসার দাবানলে

পোড়াইলি মনের ঘর

একটা কুকুর পোষা ভালো ছিল কইরা তোরে পর

একটা বিড়াল পোষা ভালো ছিল

কইরা তোরে পর

Laila থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে