menu-iconlogo
huatong
huatong
avatar

Neel Bedona

LRBhuatong
লিরিক্স
রেকর্ডিং
রাত ঘুম নেই আমার চোখে

আছি জেগে এই চন্দ্রালোকে

নীল জোছনায় তুমি কোথায়

বুক ভরা শুধু দুখেরই ক্ষত

বাউলের একতারার মত

এই আমায় শুধু কাঁদায়

নীল বেদনা ঘিরে রয়েছে

আমায় আমায় আমায়

দূর অতীতের দুঃখ ডাকে

আমায় আমায় আমায়

নীল বেদনা ঘিরে রয়েছে

আমায় আমায় আমায়

দূর অতীতের দুঃখ ডাকে

আমায় আমায় আমায়

তুমি এ রাতে কোন সুদূরে

মন তাই মেতে অচেনা সুরে

চেনা আমাকে নিয়ে কাছে

তুমি যেন এক নদীর মত

বলছ আমায় ডেকে কত

আমি তোমাকে ভালবাসি

তবু কেন যে ধূসর আমার এই পৃথিবী

বোবা অশ্রুতে লোনা হয়ে যায় চেতনা

তবু কেন যে ধূসর আমার এই পৃথিবী

বোবা অশ্রুতে লোনা হয়ে যায় চেতনা

নীল বেদনা ঘিরে রয়েছে

আমায় আমায় আমায়

দূর অতীতের দুঃখ ডাকে

আমায় আমায় আমায়

নীল বেদনা ঘিরে রয়েছে

আমায় আমায় আমায়

দূর অতীতের দুঃখ ডাকে

আমায় আমায় আমায়

একাকী একজন এই আমি

স্বপ্নের যত ক্লান্তি আমার

আপন করে বুকে জড়ায়

ক্লান্ত রাজপথ ঘুমাল যখন

তুমিও আমার কবিতা তখন

ধীরে ধীরে জেগে ওঠো

একাকী একজন এই আমি

স্বপ্নের যত ক্লান্তি আমার

আপন করে বুকে জড়ায়

LRB থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে