menu-iconlogo
logo

Bondhure Tui Nithur Beiman

logo
লিরিক্স
বন্ধু রে, তুই নিঠুর বেইমান

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

যে আগুন জ্বালাইলি বুকে

যে আগুন জ্বালাইলি বুকে

কেমনে করি সমাধান?

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

কত আশায় বান্ধিলাম ঘর

তোরে আপন করলাম জানিয়াও পর

কত আশায় বান্ধিলাম ঘর

তোরে আপন করলাম জানিয়াও পর

ওরে, পর হয় কখনো আপন হয় না

করলি রে তুই তার প্রমাণ

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

বুকের মাঝে রাইখা তোরে

ওরে, আদর করলাম নিশিভোরে রে

বুকের মাঝে রাইখা তোরে

ওরে, আদর করলাম নিশিভোরে রে

ওরে, সেই বুকটা তুই ভাইঙা দিলি

মাইরা রে তোর প্রেমের বাণ

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

বন্ধু রে, তুই নিঠুর বেইমান

Lutfor Hasan-এর Bondhure Tui Nithur Beiman - লিরিক্স এবং কভার