menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোর হবো বলে | Ami tor hobo bole

Mahtim Sakibhuatong
লিরিক্স
রেকর্ডিং

আমি তোর হবো বলে এতো কিছু করি

বার বার ভেঙে ভেঙে নিজেকে গড়ি।

বুঝলিনা মন কভু, আশায় থাকি তবু..

স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি,

আমি তোর হবো বলে এতো কিছু করি,

আমি তোর হবো বলে এতো কিছু করি

মন খারাপের গানে যাই ডুবে যাই

তবুও তোর নামে গল্প সাজাই।

হু..মন খারাপের গানে যাই ডুবে যাই

তবুও তোর নামে গল্প সাজাই।

অনুভবে চুপি চুপি, তোরই হাত ধরি,

আমি তোর হবো বলে এতো কিছু করি,

আমি তোর হবো বলে এতো কিছু করি

সব হারানোর ব্যেথা যাই ভুলে যাই

হৃদয়ের দাম দিয়ে তোকে যে চাই।

সব হারানোর ব্যেথা যাই ভুলে যাই

হৃদয়ের দাম দিয়ে তোকে যে চাই।

ছায়া ঘরে বসে একা তোরই নাম পরি

আমি তোর হবো বলে এতো কিছু করি,

আমি তোর হব বলে এতো কিছু করি।

আমি তোর হবো বলে এতো কিছু করি

বার বার ভেঙে ভেঙে নিজেকে গড়ি।

বুঝলিনা মন কভু,.. আশায় থাকি তবু..

স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি,

আমি তোর হবো বলে এতো কিছু করি,

আমি তোর হবো বলে এতো কিছু করি

ধন্যবাদ লাইক দিয়ে সাথে থাকুন

Mahtim Sakib থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে