menu-iconlogo
huatong
huatong
mahtim-sakib-shagorika-cover-image

Shagorika

Mahtim Sakibhuatong
skeaterbugg1968huatong
লিরিক্স
রেকর্ডিং
আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশে, বাতাসে

এই কথা জানিয়ে দেবো

তোমাকে, না পেলে

আমি তখনই মরে যাবো

আকাশে, বাতাসে

এই কথা জানিয়ে দেবো

তোমাকে, না পেলে

আমি তখনই মরে যাবো

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

বিরহে, মিলনে

আছো আনন্দ অভিমানে

চাওয়াতে, পাওয়াতে

আছো এই জীবনের গানে

বিরহে, মিলনে

আছো আনন্দ অভিমানে

চাওয়াতে, পাওয়াতে

আছো এই জীবনের গানে

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

Mahtim Sakib থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে