menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার আকাশ দুটি চোখে

Mahtim Shakibhuatong
লিরিক্স
রেকর্ডিং
তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

এই জীবন ছিল নদীর মতো গতিহারা

এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

প্লিজ কেউ আন লাইক দিবেন না

আগে ছিল শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

আগে ছিল শুধু পরিচয়

পরে হলো মন বিনিময়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়

আজ যখনই ডাকি জানি তুমি দিবে সাড়া

এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

আরোও নতুন গান পেতে আমার সংবুক চেক করুন।

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

গানে নতুন করে এলো সুর

এ যেন আগের চেয়ে সুমধুর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর

বয়ে চলেছে যে তাই ভালবাসার একধারা

এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে

আমি হয়ে গেছি তারা

আমি হয়ে গেছি তারা

আমি হয়ে গেছি তারা

ও ও ও আমি হয়ে গেছি তারা

সমাপ্ত

Mahtim Shakib থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে