menu-iconlogo
huatong
huatong
avatar

Bangladesher Aktara | বাংলাদেশের একতারা

Mamunhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের একতারা সুর কতইভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের ভাটিয়ালী জারী সারী গান

গাজীর পালা শুনলেরে ভাই জুড়ায় মনপ্রাণ

আমার বাংলাদেশের ভাটিয়ালী জারী সারী গান

গাজীর পালা শুনলেরে ভাই জুড়ায় মনপ্রাণ।

আমার বাংলাদেশের সুর শুনিয়া..

আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাকবিশ্ববাসী

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমারবাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

হাসনরাজা রাঁধা রমন লালন শাহের গান

ভক্তবৃন্দ শোনেরে ভাই দিয়া মন প্রাণ

হাসনরাজা রাঁধা রমন লালনশাহের গান

ভক্তবৃন্দ শোনেরে ভাই দিয়া মন প্রাণ

জন্ম আমার ধন্য মাগো..

জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি

আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি

তোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ওতোমরা বাজাওরে ঢোল বাজাওরে বাঁশি

ধন্যবাদ সবাই কে

Mamun থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে