গানঃ আল্লাহ্ জানে
শিল্পীঃ বারিক সিদ্দিক স্যার
আপলোড করছেন
মামুন আকাশ ফ্যামিলি
—M—U—S—I—C—
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি রে বন্ধু
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি
ও তুই রুপের বড়াই করিস না
কাউ রে দুঃখ দিবি না
রুপের বড়াই করিস না
কাউ রে দুঃখ দিবি না
দিলে নিজেই দুঃখ পাবি রে বন্ধু
নিজেই দুঃখ পাবি,,,,,
আল্লাহ্ জানে,,,
কোন মইরা যাবি রে বন্ধু
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি।।
—M—U—S—I—C—
কত জীবন নষ্ট করলি
তোর ভরা যৌবন দিয়া,,,
সব হারাইয়া কানছে তারা
নিজের মুখ ডাকিয়া
কত জীবন নষ্ট করলি
তোর ভরা যৌবন দিয়া,,,
সব হারাইয়া কানছে তারা
নিজের মুখ ডাকিয়া
এত পাপের বোঝা লইয়া
— —মিউজিক— —
এত পাপের বোঝা লইয়া
কোথায় পালাইবি রে বন্ধু
কোথায় পালাইবি.....
আল্লাহ্ জানে,,,
কোন মইরা যাবি রে বন্ধু
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি।।
—M—U—S—I—C—
তোরে লইয়া খুলা মেলা
কত মানুষ করে,,,
সাদা চামড়া ভাজ পড়িলে তুই
কানবি গাঙের পাড়ে
তোরে লইয়া খুলা মেলা
কত মানুষ করে,,,
সাদা চামড়া ভাজ পড়িলে তুই
কানবি গাঙের পাড়ে
আয়নার সামনে দাড়াইলে
— —মিউজিক— —
নিজের মুখ আয়নাতে দেখলে
নিজেই ধরাইবি রে বন্ধু
নিজেই ভয় পাইবি.....
আল্লাহ্ জানে,,,
কোন মইরা যাবি রে বন্ধু
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি
ও তুই রুপের বড়াই করিস না
কাউ রে দুঃখ দিবি না
রুপের বড়াই করিস না
কাউ রে দুঃখ দিবি না
দিলে নিজেই দুঃখ পাবি রে বন্ধু
নিজেই দুঃখ পাবি,,,,,
আল্লাহ্ জানে,,,
কোন মইরা যাবি রে বন্ধু
আল্লাহ্ জানে,,,
কোন দিন মইরা যাবি।।
ধন্যবাদ সবাইকে
স্টার মেকার বাউল সংগঠনের
পক্ষ থেকে সবাইকে জানাই
শুভেচ্ছা ও অভিনন্দন।।