প্রেম শিখাইয়া ছাইড়া...
গেলি রে.........
ডাকিলেও শোনো না রে
আমার.... এই কি প্রেমের পাওনা ছিলো বন্ধু
এই কি প্রেমের পাওনা....।
প্রেম শিখাইয়া ছাইড়া গেলি রে...
ওরে বন্ধু ডাকিলেও শোন না রে
আমার এই কি প্রেমের পাওনা ছিলো, মাহফুজ ভাই
এই কি প্রেমের পাওনা।।
----মিউজিক----
আপলোড বাই মামুন
----মিউজিক---
ওরে এত দিনে বুঝলাম বন্ধু রে,,,
আমি তোমার কেউ না
----মিউজিক----
ওরে এত দিনে বুঝলাম বন্ধু রে,,,
আমি তোমার কেউ না
সাগরে ভাসাইয়া গেলা রে.....
ওরে যেমন সাগরি বেলা রে
আমার.এই কি প্রেমের পাওনা রে ছিলো বন্ধু
এই কি প্রেমের পাওনা...।।
----মিউজিক----
আপলোড বাই মামুন
----মিউজিক---
ওরে কারে পাইয় ভুইলা গেছো রে....
পাইয়া ফুল বিছানা...
----মিউজিক---
কারে পাইয়া ভুইলা গেছো রে...
পাইয়া ফুল বিছানা...
আমারে কাদাইয়া বন্ধু রে....
ওরে বন্ধু আমি কি মানুষ না রে
আমার..এই কি প্রেমের পাওনা রে রাজীব ভাই
এই কি প্রেমের পাওনা।।।।
----মিউজিক----
আপলোড বাই মামুন
----মিউজিক---
ওরে থাকো রে বন্ধু তুমি সুখে থাকো রে.....
আমি তো সুখ চাইনা...
----মিউজিক---
ওরে থাকো বন্ধু তুমি সুখে থাকো রে...
আমি তো সুখ চাইনা...
একবার আইসা দেইখা যাও রে.....
ওরে বন্ধু মামুনের বাসনা রে.....
আমার এই কি প্রেমের পাওনা ছিলো রে বন্ধু
এই কি প্রেমের পাওনা।
প্রেম শিখাইয়া ছাইড়া গেলি রে...
------মিউজিক----
(দরদীরা এই দুনিয়া থেকে যার আপন মানুষ চলে গেছে।
সে একমাত্র জানে আপন জন হারানোর ব্যাথা কি।
প্রেম পবিত্র আমানত।
প্রেম সবার জীবনে আসে না
প্রেম ভালোবাসা এমন একটা জিনিস
যার সাথে একবার হয়ে গেলে
শত ব্যাথা দিলে কষ্ট দিলে তাকে ভুলে থাকা যায় না।
তাই তো গানের ভাষায় বলেছে---
প্রেম শিখাইয়া ছাইড়া গেলি রে
ওরে বন্ধু ডাকিলেও শোনো না রে
আমার এই কি প্রেমের পাওনা রে ছিলো বন্ধু
এই কি প্রেমের পাওনা রে ছিলো বন্ধু
এই কি প্রেমের পাওনা রে দরদী ভাই
এই কি প্রেমের পাওনা।।।