menu-iconlogo
huatong
huatong
avatar

Udas dupor bela sokhi

Mamun upload byhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
লিরিক্স
রেকর্ডিং
এই উদাস দুপুর বেলা সখি

আসবে কি একেলা

নদীর ঘাটে রে....

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

এই উদাস দুপুর বেলা সখি

আসবে কি একেলা

নদীর ঘাটে রে.....

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

মামুন আপলোড বাই

একবার যদি আসো সখি

জল ভরিবার ছলে......

মনে কথা বলবো তোমায়

বসে কদম তলে,

মনে কথা বলবো তোমায়

বসে কদম ত...লে।

--বাঁশির সুর--

একবার যদি আসো সখি

জল ভরিবার ছলে,

মনে কথা বলবো তোমায়

বসে কদম ত...লে,

মনে কথা বলবো তোমায়

বসে কদম তলে।

তুমি সকল ব্যাথা বুঝে নিও

চোখের প্রাণে চেয়ে

---মিউজিক---

শক্ত করে ধরিও হাত

ছাইড়া যাইবার ভ...য়ে।

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

----মিউজিক ----

মামুন আপলোড বাই

---মিউজিক---

না জানি মুই লিখতে চিঠি

না জানি মুই পড়তে.......

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে

বাশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছু...টে।

--বাঁশির সুর--

ওরে না জানি মুই লিখতে চিঠি

না জানি মুই পড়তে,

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে

আসো না গো ছুটে।

ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে

মনে জোয়ার ভাটা চলে

---মিউজিক ---

ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে

মনে জোয়ার ভাটা চলে

চেয়ে তোমার প্রানে।

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

এই উদাস দুপুর বেলা সখি

আসবে কি একেলা

নদীর ঘাটে রে.....

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

দেখতে তোমায় মন ও চাইছে,

ও কি দেখতে তোমায় মন ও চাইছে।।

---ধন্যবাদ সবাইকে ---

Mamun upload by থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Mamun upload by-এর Udas dupor bela sokhi - লিরিক্স এবং কভার