menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Robe Ki Na Robe Amare

Manomay Bhattacharyahuatong
লিরিক্স
রেকর্ডিং
মনে রবে কি না রবে আমারে

সে আমার মনে নাই, মনে নাই

মনে রবে কি না রবে আমারে

ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে

অকারণে গান গাই

মনে রবে কি না রবে আমারে

চলে যায় দিন, যতখন আছি

পথে যেতে যদি আসি কাছাকাছি

তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই

তাই অকারণে গান গাই

মনে রবে কি না রবে আমারে

ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে

ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে

ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে

ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে

ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে বীন

যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই

তাই অকারণে গান গাই

মনে রবে কি না রবে আমারে

সে আমার মনে নাই, মনে নাই

মনে রবে কি না রবে আমারে

ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে

অকারণে গান গাই

মনে রবে কি না রবে আমারে

Manomay Bhattacharya থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে